অভিষেকের প্রথম বলেই উইকেট

ছবি: ছবিঃ সংগৃহীত

মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা দেড় ঘন্টা পড়ে শুরু হয়েছে। যেকারণে ম্যাচের দীর্ঘ কমিয়ে আনা হয়েছে ১৮ ওভারে। সাকিবের আমন্ত্রণে এখন ব্যাটিং করছে জিম্বাবুয়েঃ
দুই প্রান্তে স্পিনারঃ জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেন শুরুতে সুবিধা না করতে পারেন সে জন্য দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ চালান অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারে ৭ রান দিয়ে শেষ করার পর দ্বিতীয় ওভারে তাইজুল ইসলামকে বোলিংয়ে নিয়ে আসেন তিনি।

আর টি-টোয়েন্টি অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। ৬ রান করা ব্রেন্ডন টেলর তার বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে বিদায় নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে ৮/১ (১.২ ওভার)