পরবর্তী পর্যবেক্ষণ সাতটায়

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। মাঠ ভেজা থাকায় যথা সময়ে অনুষ্ঠিত হচ্ছে না ম্যাচটি।
যে কারণে টসের সময় পিছিয়ে দেয়া হয়েছে। সন্ধ্যা ৬ঃ১৫ মিনিটে মাঠ পর্যবেক্ষনে এসেছিলেন আম্পায়াররা। কিন্তুখেলার জন্য তাদের কাছে মাঠ উপযুক্ত মনে হয়নি।

সন্ধ্যা ৭টায় আরও একবার পর্যবেক্ষণে নামবেন তারা। শুক্রবার সকাল থেকেই ছিল বৃষ্টি, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমান।
তবে দুপুর ১টার দিকে বৃষ্টির পরিমান কমে এলে আশায় বুক বাঁধতে শুরু করেন ক্রিকেট প্রেমীরা। মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বিকেল ৪টা নাগাদ আকাশ পরিষ্কার হতে শুরু করে।
এরপর মাঠকর্মীরা কভার সরিয়ে খেলার উপযোগী করে তুলতে কাজে লেগে পড়েন। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের প্রথম টি-টোয়েন্টির।