বঙ্গবন্ধু বিপিএলের অংশ হতে চায় কুমিল্লা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। আর এই আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল।
বঙ্গবন্ধু বিপিএলে অংশ নেয়ার জন্য মুখিয়ে আছে তাঁর দল। এর জন্য আরও সুন্দর করে দল সাজানোর পরিকল্পনা করেছিলেন নাফিসা কামাল। কিন্তু বিসিবির এমন সিদ্ধান্তে বেশ হতাশ তিনি। এমন অসাধারণ উদ্যোগ থেকে দলগুলোকে বঞ্চিত না করার অনুরোধ করেছেন তিনি।

বিসিবির এমন সিদ্ধান্তের পর শুক্রবার সংবাদ সম্মেলনে নাফিসা বলেন, ‘শুরুতেও ধন্যবাদ বলেছি, এখনো ধন্যবাদ বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। তাদের প্রতি অনুরোধ থাকবে, যাদের জন্য বিপিএল আজকের অবস্থানে এসেছে, তাদের যেন কোনোভাবে এখান থেকে বঞ্চিত করা না হয়।’
‘সবচেয়ে স্মরণীয় বিপিএল, বঙ্গবন্ধু বিপিএলের বাইরে আমরা থাকব, এটা কল্পনাও করতে পারিনি। আমি যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বঙ্গবন্ধুর চেতনা কীভাবে কাজ করে তা আপনারা জানেন। তাই এই আসরের বাইরে থাকব এটা কল্পনাও করিনি।’ যোগ করেছেন ভিক্টোরিয়ান্সের কর্ণধার।
এই আসরের জন্য সব দাবি ভুলে যেতে চাইছেন নাফিসা। তাঁর মতে, ‘আমি গতকাল বলেছি, এবার আমাদের যত দাবি দাওয়া আছে তা যেন ভুলে যাই, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা যাবো। মাঠে খেলব। গত ছয় আসর থেকে এবার দলটিকে আরও সুন্দর করে সাজাব। অনেক চিন্তা ছিল যে কীভাবে এটাকে আরও স্মরণীয় করা যায়। বঙ্গবন্ধুর চেতনা সবার মাঝে ছড়িয়ে দেবো। তিনি কোনো প্রতিষ্ঠানের না, তিনি সবার।’
‘আমার কাছে মনে হচ্ছে যে, আমাদের এখানে অংশগ্রহণ করতে না দিয়ে বঞ্চিত করা হচ্ছে। আমাদের যেটা নিয়ে কথা হচ্ছিল, যে বিষয়ে আলোচনা অসমাপ্ত ছিল, হুট করে আমাদের বাতিল করে দেওয়া হল। আমরা আশা করি যে আমাদের বিষয়টা পুনরায় বিবেচনা করা হবে। আমরা আমাদের সর্বোচ্চ সমর্থন দেবো। আমরা এটার অংশীদার হতে চাই। শ্রদ্ধার সঙ্গে, গর্বের সঙ্গে আমরা এখানে যোগ দিতে চাই।’
আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল, যেখানে সব দলের মালিক থাকবে বিসিবি।।