হেলমেটে বলের আঘাত, মাঠের বাইরে রাসেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হেলমেটে বলের আঘাতে মাঠ ছাড়তে হয়েছে জ্যামাইকা তালাওয়াসের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করতে পাঠানো হয় তাঁকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্জাইজি তালাওয়াসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে রাসেলের ইনজুরি গুরুতর নয়।
ইনজুরি ভয়ানক না হলেও রাসেলকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। ডাক্তারের পরামর্শ মতো হোটেলে ফিরে যান তিনি এবং ইনিংসের বাকি অংশে মাঠে নামা হয়নি তাঁর।

সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় এই ঘটনা ঘটে। ইনিংসের ১৪তম ওভারে শূন্য রানে ব্যাটিং করছিলেন রাসেল। জুকসের পেসার হার্দুস ভিজয়েনের শর্ট বলটি পুল করতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
কিন্তু ব্যাটে বলে করতে না পারায় ডান কানের পাশে হেলমেটে আঘাত হানে বলটি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রাসেল। জুকসের ফিল্ডাররা তৎক্ষণাৎ তাঁর হেলমেট খুলে দেন।
যখন মেডিকেল টিম রাসেলকে দেখতে দৌড়ে আসেন, ততক্ষণে বিরক্তিকর চেহারা নিয়ে দাঁড়ান তিনি। রিটার্ড হার্ট হয়ে হেঁটে মাঠের বাইরে যাচ্ছিলেন তিনি, কিন্তু তাঁকে থামিয়ে দেয়া হয়। স্টেচারে শুইয়ে ঘাড়ের বন্ধনী লাগিয়ে নিয়ে যাওয়া হয় রাসেলকে।
ঘটনার তিন ওভার পর তালাওয়াসের কোচ ডোনোভান মিলার বলেন, 'এখনো রাসেলের কোনও আপডেট পাওয়া যায়নি।' কিন্তু ইনিংস বিরতিতে ধারাভাষ্যকাররা জানিয়েছে, রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।