promotional_ad

টেস্ট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে ওয়াহাব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন ওয়াহাব রিয়াজ। সীমিত ওভারের ক্রিকেটের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার।


যে কারণে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ওয়াহাব। লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মনোযোগ বাড়াবেন তিনি।



promotional_ad

ওয়াহাব রিয়াজ বলেছেন, ‘গত কয়েক বছরে লাল বলের ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে এবং আসন্ন সীমিত ওভারের ক্রিকেটের কথা মাথায় রেখে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এই সময়ে আমি ৫০ ওভার এবং ২০ ওভারের ক্রিকেটে নজর দিতে চাই।’


‘দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য ফিটনেস ঠিক করতে চাচ্ছি। এক পরাজয়ে আমার মনে হয়েছে আমি শুধুই ফিরে আসা নয়, লাল বলের ক্রিকেটে পারফর্ম করতে হবে। আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করতে চাচ্ছি।’ যোগ করেন পাকিস্তানের এই পেসার। 


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী ওয়াহাব। বোর্ড সবকিছু মেনে নিয়েছে বলে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।



‘পিসিবি আমাকে মানাতে চেষ্টা করেছে লাল বলের ক্রিকেট খেলতে। কিন্তু আজ আমি তাদের সঙ্গে দেখা করেছি এবং আমার সিদ্ধান্ত জানিয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে বুঝেছে এবং সমর্থন দিয়েছে।’ বলেছেন ওয়াহাব।


২০১০ সালে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয় ওয়াহাবের। এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলেছেন এই পেসার, যেখানে ৮৩ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইয়ে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball