যৌক্তিক পরামর্শ পেলে সাকিবের পাশে থাকবেন ডমিঙ্গো

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে কোচের সঙ্গে আলাপ করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ??র দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
সাকিবের দেয়া পরামর্শ তার কাছে যৌক্তিক লেগেছিল বলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছিল। ভবিষ্যতেও অধিনায়ক যুক্তিসঙ্গত পরামর্শ দিলে তাকে শতভাগ সমর্থন দেবেন প্রোটিয়া এই কোচ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন তৈরি করতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে বাংলাদেশ দল। যদিও এই পরিকল্পনায় সফল হয়নি সাকিব আল হাসানের দল

সাকিবকে সমর্থন দেয়ার ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘হ্যাঁ, অধিনায়ক আমার সঙ্গে আলাপ করেছিলো। সে আমার কাছে এই পরামর্শ নিয়ে এসেছিলো। দলের খেলোয়াড়দের আমার চেয়ে সে ভালো জানে।
তাই সে যদি আমার কাছে কোনো পরামর্শ নিয়ে আসে আর সেটা যদি আমার কাছে যৌক্তিক মনে হয়, তাহলে অবশ্যই আমি তাকে শতভাগ সমর্থন দেবো।’
৩৯৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে ভিন্ন পরিকল্পনা এঁটেছিল বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখা এবং উইকেট বিলিয়ে না দেয়ার লক্ষ্য ছিল তাদের।
ম্যাচের চতুর্থ দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছিলেন, একজন ব্যাটসম্যানকে যেকোনো পজিশনে ব্যাটিং করার জন্য প্রস্তুত থাকতে হয়। সাকিব বলেছিলেন, ‘আপনি যদি ৪০০ তাড়া করেন, কিছু যদিও নাও করেন আপনাকে চোখ বন্ধ করে ১৩০ ওভার ব্যাটিং করতে হবে। ১৩০ ওভার ব্যাটিং করা চাট্টেখানি কথা না।
আমাদের এটাও পরিকল্পনা ছিল যে দ্বিতীয় নতুন বল যদি ওরা ফেস করতে পারে, তাহলে খেলা আমাদের হাতে থাকবে। এসব কারণেই অনেকগুলো পরিকল্পনা করা হয়। আমি যেটা বললাম, পরিকল্পনা কখনো ভুল হয় না বা ঠিক হয় না। পরিকল্পনা যখন ঠিক হয় সেটা সফল, যখন হয় না সেটা ভুল। এসব কারণেই অনেকগুলো পরিকল্পনা করা হয়।’