পেসারদের জন্য টি-টোয়েন্টি দলের দরজা খুলছে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকেই সাজানো শুরু করেছেন বাংলাদেশের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজত্ব থাকবে পেসারদের, তা ভালো করেই জানা দক্ষিণ আফ্রিকান এই কোচের। তাই ঘরের মাঠে এবার পেসারদের সুযোগ দিতে চান তিনি।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে পেসার ছাড়াই দল সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু ত্রিদেশীয় সিরিজে সুযোগ পাবেন পেসাররা। কারণ এখন থেকেই অস্ট্রেলিয়ার কন্ডিশনের জন্য বোলার প্রস্তুত করতে চান ডমিঙ্গো।

বৃহস্পতিবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট এবং ভিন্ন কন্ডিশন। অস্ট্রেলিয়ায় হবে বিশ্বকাপ, সুতরাং আমাদের ফাস্ট বোলার এখন থেকেই খেলাতে হবে। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ, আপনার ফাস্ট বোলারদের আগেই থেকেই প্রস্তুত রাখতে হবে।’
শুধু আফগানিস্তান টেস্টই নয়, ঘরের মাঠে সিরিজগুলোয় পেসাররা দলে থেকেও একাদশে সুযোগ পান না। আবার সুযোগ পেলেও তাদের সেভাবে ব্যবহার করা হয় না।
অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে স্পিনারদের তেমন সুযোগ থাকবে না বলে মনে করছেন ডমিঙ্গো। যে কারণে এখন থেকেই পেসারদের নিয়ে পরিকল্পনায় মন দিচ্ছেন নবনিযুক্ত এই কোচ।
১৩ সেপ্টেম্বর (শুক্রবার) শুরু হচ্ছে আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং স্বাগতিক বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সাকিব আল হাসানের দল।