টি-টোয়েন্টি স্পেশালিস্টের খোঁজে ডমিঙ্গো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে স্পেশালিস্ট ক্রিকেটারের ঘাটতি রয়েছে। আর এই ঘাটতি দূর করার লক্ষ্য স্থির করেছেন নবনিযুক্ত প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় দৃষ্টি রাখছেন এই প্রোটিয়া কোচ। যে যাত্রা শুরু হবে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

বিশ্বকাপের পর্দা উঠতে সময় আছে এক বছর। তাই এই সময়ের মাঝে ক্রিকেটারদের চাপ সামাল দেয়াটা সবার আগে শেখাতে চান ডমিঙ্গো। কারণ স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে সহজ ম্যাচ ছেড়ে দেয়ার বাজে অভিজ্ঞতা আছে বাংলাদেশের।
ডমিঙ্গো বলেন, ‘আমরা এখান থেকেই বিশ্বকাপের জন্য যাত্রা শুরু করতে চাচ্ছি। আমরা কয়েকজন খেলোয়াড়কে এই ফরম্যাটের জন্য তৈরি করতে চাচ্ছি। কীভাবে চাপ সামাল দিয়ে তাদের অভিজ্ঞ করে তোলা যায় সেটাই চেষ্টা থাকবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ম্যাচ পাচ্ছে অন্তত ২০টি। ডোমিঙ্গোর মতে, ২০ ম্যাচ সংখ্যায় শুনতে বেশি মনে হলেও বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। তাই প্রতিটি ম্যাচকেই গুরুত্বের সঙ্গে নিতে চান এই তিনি।
ডমিঙ্গো বলেন, ‘আমার যতদূর ধারণা, মোট ২০টি ম্যাচ আমরা পাচ্ছি। শুনতে অনেক মনে হলেও আসলে বেশি না। ২-৩টা ম্যাচ বৃষ্টির কারণে বাতিলও হতে পারে। দেখা যেতে পারে বিশ্বকাপ পর্যন্ত ১৫-১৬টা ম্যাচ পাচ্ছি মাত্র।’