ফরম্যাট বদলালেও বেসিক ঠিক রেখেছে আফগানিস্তান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের পর ফুরফুরে মেজাজে আছে আফগানিস্তান। সাদা পোশাকে জয়ের রেশ কাটতে না কাটতেই সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য নিজেদের প্রস্তুত করছে রশিদ খানের দল। একদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।
প্রথম ম্যাচে মাঠে না নামলেও শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। সেই ম্যাচের আগে বৃহস্পতিবার মিরপুরের অ্যাকাডেমি মাঠে অনুশীলন করেছে অ্যান্ডি মোলসের শিষ্যরা। যেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের ঝালাই করে নিয়েছেন আজগর আফগান-মোহাম্মদ নবীরা।

ফরম্যাট বদলালেও নিজেদের বেসিক ঠিক রেখেছে রশিদ খানের দল। বিশেষ করে বোলিংয়ের সময় স্পিনাররা তাদের বৈচিত্র, লাইন এবং লেন্থে বেশি পরিবর্তন আনেননি। উইকেটের মাঝামাঝি গুড লেন্থ এবং হাফ ভলির মাঝে একটা স্পট রেখে বোলিং অনুশীলন সেরেছে তারা।
সে সময় স্টাম্পের বাইরে বোলিং করতে দেখা গেছে রশিদ খান-মুজিব উর রহমানকে। স্টাম্পের বাইরে ওয়াইড লেন্থে বেশিরভাগ বল করেছেন তারা। এই ব্যাপারে আফগানিস্তানের ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি মোলস জানিয়েছেন, ম্যাচের জন্য তিনি তাঁর সব অপশন এখনই দেখে রাখছেন।
ক্রিকফ্রেঞ্জিকে মোলস বলেন, ‘আমি আমার সব অপশন দেখে রাখছি। আমার জানতে হবে কোনটা আমরা করতে পারবো, সবচেয়ে বেশি জানতে হবে কোনটা আমরা করতে পারবো না। ম্যাচের জন্য ছেলেদের সম্পূর্ণরূপে প্রস্তুত করছি।’
এদিকে ব্যাটিং অনুশীলনের সময় অনেকটাই নির্ভার ছিলেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। নেট বোলারদের কোনো ধরাবাধা লাইন লেন্থ বলে দেননি মোলস। প্রায় ঘন্টা দেড়েক নিজেদের ইচ্ছা মতো ব্যাটিং অনুশীলন করেছেন মোহাম্মদ নবী-হজরতউল্লাহ জাজাইরা।
১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান।