সাকিব আবেগীঃ পাপন
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কিছুদিন আগে দেশের জনপ্রিয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে আসতে চান তিনি। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের পর একই সুরে কথা বলেছেন তিনি। আবেগী হয়ে সাকিব এমন কথা বলেছেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
‘ও (সাকিব) আমাদের সঙ্গে যখন বলবে, তখন আনুষ্ঠানিকভাবে বলব। হয় কি, মন টন খারাপ থাকে তো। ও তো আগে কয়টা টেস্টেও (নিউজিল্যান্ড সিরিজে) যায় নাই। এসে হঠাৎ করে আফগানিস্তানের সঙ্গে হারল। আর আমাদের ছেলেরা তো একটু আবেগী। যদি সে এমন বলে, ঠাণ্ডা মাথায় তাকে বুঝিয়ে বলব।’
টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি সাকিব, সেটাও জানিয়েছেন বিসিবি সভাপতি।

পাপন আরও বলেন, ‘আমরা কখনও আনুষ্ঠানিকভাবে শুনিনি যে অধিনায়কত্ব নিয়ে ওর আগ্রহ কম আছে। তবে অধিনায়ক হলে তো টেস্ট খেলতেই হবে। অধিনায়ক না হলে, না খেলেও পারা যায়।
আমি গতকাল ওর সঙ্গে বসেছিলাম, কিন্তু সেখানে এমন কোনো আলাপ আলোচনা হয়নি। যেহেতু এখন একটি সিরিজ চলছে, আমার মনে হয় এখনই এটা নিয়ে কথা বলা উচিত না। ও যদি প্রসঙ্গ উঠাতো তাহলে অবশ্যই আলোচনা করতাম।’
এর আগে একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, 'নেতৃত্বের জন্য প্রস্তুত নই। তবে দলটা এখন ভালো অবস্থায় নেই। নিজেও বুঝতে পারছি, দলটাকে মোটামুটি একটা অবস্থায় আনতে হলে আমি অধিনায়ক হলে ভালো।
নয়তো কোনো সংস্করণেই অধিনায়কত্ব করার ব্যাপারে আমি নিজে তেমন আগ্রহ পাচ্ছি না। অধিনায়কত্ব না করলে বরং নিজের খেলায় মনোযোগ দিতে পারব। সেটাও দলের কাজে লাগবে।’