promotional_ad

বাধ্য হয়ে সৌম্য-লিটনকে দলে নেয়াঃ পাপন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের হারের পর প্রশ্ন উঠেছে অনেক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে। এমনকি সৌম্য সরকার-লিটন দাসদের মতো ক্রিকেটাররা টি-টোয়েন্টি, ওয়ানডের মানসিকতা নিয়ে টেস্ট কীভাবে খেলছেন, সেটা নিয়েও হয়েছে আলোচনা সমালোচনা।


এসবের মাঝে যেন আগুনে ঘি ঢেলে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার তিনি জানিয়েছেন, অনেকটা বাধ্য হয়েই তাদেরকে সাদা পোশাকের দলে রাখতে হচ্ছে বোর্ডের।


কারণ এই সিরিজে বিশ্রাম নিয়েছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল এবং সন্তানের অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলেন ইমরুল কায়েস। এমন অবস্থায় সৌম্য-লিটন ছাড়া বিসিবির কাছে বিকল্প পথ খোলা ছিল না, জানিয়েছেন পাপন। 



promotional_ad

পাপন বলেন, ‘অবশ্যই সৌম্য-লিটনের কথা আমি যা মনে করি, ওরা টেস্ট ক্রিকেটার না। ওদের আমরা নিয়েছিলাম টি-টোয়েন্টির জন্যই। তারা অনেক ভালো টি-টোয়েন্টি ব্যাটসম্যান।


যেহেতু তামিম নাই, যেহেতু ইমরুল তার বাচ্চার অসুস্থতার জন্য ছুটিতে গেছে। আমাদের হাতে অপশন ছিল না। এটা বুঝতে হবে। এ রকম হলে কিছুই হবে না।’


বোর্ড সভাপতির বিশ্বাস সাকিব-রিয়াদরা রান করলে বাংলাদেশকে হারানো অনেক কঠিন। চট্টগ্রাম টেস্টে সিনিয়রদের কাছ থেকে সেরাটা পায়নি দল, যে কারণে ফলাফল স্বাগতিকদের পক্ষে যায়নি।


পাপন আরও বলেন, ‘আমি এখন ওই রকম কিছু দেখি না। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ যদি রান করে তাহলে যে কারো আমাদের সাথে জেতা কঠিন হবে। আপনি যদি দেখেন বিশ্বকাপে একমাত্র ভালো খেলেছে সাকিব, তাঁকে সমর্থন দিয়েছে মুশফিক। 



তামিম, রিয়াদ এরা কিন্তু কিছুই করতে পারেনি। যদি খেলত, বাংলাদেশ আরও ভালো করত। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এটা আপনারাও স্বীকার করবেন। আর এই টেস্টে সাকিব, রিয়াদ, মুশফিক- এরা যদি রান না করে তাহলে করবেটা কে?।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball