মাশরাফি চায় পেসার, সাকিব চায় স্পিনারঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরের মাটিতে খেলা হলে দুই মেরুতে অবস্থান নেন বাংলাদেশের দুই অধিনায়ক। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চান চার পেসার নিয়ে খেলতে, অন্যদিকে টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান চান শুধু স্পিনার নিয়ে খেলতে। এই বিষয়ে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার মিরপুরে তিনি বলেন, ‘যখনই খেলা হয়, মাশরাফি বলে আমি চারজন পেসার নিয়ে খেলব। অনেক বুঝিয়ে শুনিয়ে তাঁকে তিনজন পেসার দেওয়া হয়। ও বলবে পেসাররাই আমাদের সব ম্যাচ জেতায়। আবার সাকিবকে জিজ্ঞাস করেন। সাকিব বলবে সব স্পিনার নিয়ে খেলব, স্পিনাররাই তো জেতায়।’
অবশ্য যুক্তি উপস্থাপনে দুই অধিনায়কের কেউই ভুল নন, এ কথাও মনে করিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক।
বিসিবি সভাপতি আরও বলেন, ‘কেউ ভুল বলে না। এমনটা হতেই পারে। পেসার বা স্পিনার এসব কোনো কথা না। আমাদের দলে বিশ্বের সেরা স্পিনার আছে। অনেকগুলো ভালো পেসার আছে। বিশ্বের নামিদামি, র্যাঙ্কিং সেরা কিছু দল হারিয়েছি আমরা।’
দল গঠনে বরাবরই হস্তক্ষেপ থাকে বিসিবি সভাপতির। নতুন কোচ রাসেল ডমিঙ্গো যোগ দেয়ার পরেও কি দল গঠনে মতামত দেবেন পাপন? এক্ষেত্রে ডমিঙ্গোর প্রতিই পরিপূর্ণ ভরসা রেখেছেন পাপন।
পাপন বলেন, ‘কিছু মৌলিক বিষয় আছে। এখন কোচই পারবে এসব ঠিক করতে। আমাদের যে কোচ আছে সেই পারবে, সে সামর্থ্যবান। আমাদের শুধু তাঁকে সময় দিতে হবে।’
ডমিঙ্গোর সীমাবদ্ধতাও জানা আছে পাপনের, ‘ওই যে বললাম, আপনি মাশরাফিকে জিজ্ঞাস করেন, সে বলবে সব পেসার নিয়ে খেলব। সাকিব আবার বলবে সব স্পিনার খেলবে। এরকম হবেই। এটার মধ্যে মানিয়ে নিতে হবে। এটা কোচের জন্য কঠিন। সে নতুন আসছে, অধিনায়কের কথাই তো শুনবে।’
ঘরের মাটিতে এক সময় চার পেসার নিয়েও খেলেছে বাংলাদেশ। আবার সাম্প্রতিক সময় ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে চার স্পিনার নিয়েই মাঠে নামতে দেখা গিয়েছে সাকিবদের।
