বিপিএলের নাম বদলে বঙ্গবন্ধু বিপিএল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে না। তবে বিপিএল না হলেও, এবার অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএল। নামের সঙ্গে নিয়মেও বদল থাকছে এবারের বিপিএলে।
এবারের বঙ্গবন্ধু বিপিএল পরিচালনার ভার বিপিএল গভর্নিং কাউন্সিলের নয়, বরঞ্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) এবার বিপিএল পরিচালনা করবে। বিসিবি প্রধান সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,

'সবকিছু চিন্তা করে আমরা যে দেখলাম, এবারের বিপিএল বিসিবি নিজেরাই চালাবে। আমরা কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছি না। আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। তাঁর নামে আমরা বঙ্গবন্ধু বিপিএল চালাব। এবার আমরা কোনো ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছি না।
বিপিএলের ম্যানেজমেন্ট বিসিবি। ক্রিকেটারদের খাওয়া-দাওয়া, টাকা পয়সা- সব আমরা দেখব। এতে সবাই খুশি হবেন। যারা খেলতে চাননি বা যারা বলেছেন আর্থিক ক্ষতি হবে, এবার তারা খুশি হবেন। আমরা ঠিক করেছি আমরাই চালাব।'
মূলত এক একটি ফ্র্যাঞ্চাইজির এক এক রকমের দাবি দাওয়া শুনে এমন সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি।
'আপনারা জানেন যে বিপিএলের প্রথম পর্ব শেষ হয়ে গেছে। এখন আমাদের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নতুন চুক্তি করার কথা। এর মধ্যে ওদের আমরা চিঠি দিয়ে বসেছিলাম। ওদের সঙ্গে বসে যা বুঝলাম, সরাসরি কথা বলে বা পত্রপত্রিকায় যা দেখলাম, তাতে বুঝলাম ওদের অনেক দাবি দাওয়া আছে।
ওদের চাওয়া পাওয়া আমাদের নিয়মের সঙ্গে মেলে না। আবার কিছু ফ্র্যাঞ্চাইজি আমাদের বলেছে এই বছর দুটি বিপিএল হোক, এটা তারা চায় না। খেলবে না যে তা না। কিন্তু এতে ওদের ওপর চাপ বেশি হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।'