একটি জয়ের খোঁজে মরিয়া বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের পর থেকেই হারের মধ্যে আছে বাংলাদেশ। বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে তিন ম্যাচ জেতা দলটি শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে খেলে একটিতেও জয় পায়নি। এমনকি ঘরের মাটিতে আফগানিস্তানের কাছে টেস্ট ম্যাচেও হেরেছে বাংলাদেশ। এবার তাই একটি জয়ের অপেক্ষায় দল।
দলের স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত মনে করছেন, জয়ের ছোঁয়া পেলেই বদলে যাবে দলের চেহারা। আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তাই কাঙ্ক্ষিত জয়ের অপেক্ষায় বাংলাদেশ।

বুধবার মিরপুরে গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন, 'এখানে যদি আমরা চিন্তা করি যে ফিরে আসা কঠিন হয়ে যাবে তাহলে জিনিসটি অন্যরকম হয়ে যায়। ফরম্যাটটি পুরোপুরি আলাদা। টেস্ট ক্রিকেট ছিল আর এখন টি-টোয়েন্টি। সবাই চিন্তা করছে টি-টোয়েন্টি নিয়ে।
আর এগুলোর চেয়েও আমরা বেশি মনোযোগ দিচ্ছি একটি ম্যাচ জেতার দিকে। ইনশাল্লাহ একটি ম্যাচ জিতলে হয়তো মোমেন্টামটি আমাদের দিকে চলে আসবে আশা করি।'
আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের দল হেরেছে ২২৪ রানের বিশাল ব্যবধানে। এতো বড় ব্যবধানের হারটিতে এখনও হতাশায় ভুগছে দল।
মোসাদ্দেক আরও বলেন, 'আসলে এটি অনেক বেশি হতাশার একটি ম্যাচ ছিল। আমি মনে করি যে এটি সবার জন্যই হতাশার। হয়তো আরো ভালো হতে পারতো।'