ফতুল্লায় নাঈমের ঝড়ো ব্যাটিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি একাদশঃ ৫৩/১, ওভার- ৬.৪

সাব্বির রহমান ৫*, নাঈম শেখ ২৩*; মাদজিভা ১/৬
উইকেটের পতনঃ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুত ম্যাচ খেলছে বিসিবি একাদশ এবং জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বিসিবি একাদশ।
ইতোমধ্যে ওপেনার সাইফ হাসানের উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। ১৯ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। তাঁর বিদায়ে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন সাব্বির রহমান।
এদিকে ব্যাট হাতে ফতুল্লায় ঝড় তুলেছেন নাঈম শেখ। ১৩ বলে ২৩ রান নিয়ে উইকেটে আছেন তিনি।
বিসিবি একাদশ স্কোয়াডঃ সাইফ হাসান, নাঈম শেখ, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলী অনিক, সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে স্কোয়াডঃ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোতেন্দা মুতুমবদজি, টনি মুনিয়ঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপুফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, আইন্সলে এনডলোভু, তিমিসেন মারুমা ও রায়ান বুর্ল।