ফতুল্লায় টি-টোয়েন্টির প্রস্তুতি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ে দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বেলা ১২টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আফগানিস্তান এবং জিম্বাবুয়ে নিয়ে আয়োজিত এই সিরিজের দলে ডাক পাওয়া চারজন ক্রিকেটারকে প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছে। তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশু এবং অলরাউন্ডার আফিফ হোসেন রয়েছেন এই দলে।
এছাড়া সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিনও খেলবেন এই ম্যাচে। মূল একাদশে জায়গা পেতে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চার ক্রিকেটারের কাছে। আসন্ন এই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে জিম্বাবুয়ের ক্রিকেটারদের কাছেও গুরুত্ব পাচ্ছে ম্যাচটি।

৯ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশে এসে পৌঁছায় জিম্বাবুয়ে দল। মঙ্গলবার থেকেই মিরপুরে অনুশীলন শুরু করে তারা। সিরিজটি জিততে মরিয়া হয়ে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের বলেছেন, 'অবশ্য আমরা আমাদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোখ আমাদের। ছেলেরা অনেক আত্মবিশ্বাসী।'
'আর অবসরের ব্যাপারে বলতে চাই এই পথটা সহজ ছিল না। কিন্তু দেশকে প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি।'
সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছেন তিনি, 'টি-টোয়েন্টি অবশ্যই ভিন্ন ফরম্যাট। টেস্ট ক্রিকেটে টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টি-টোয়েন্টি খেলা হয় সীমিত ওভার ও আরও ভালো উইকেটে।’
‘তাই আমরা কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করছি। আমি বিস্মিত নই আফগানিস্তানের পারফরম্যান্স দেখে। এই ধরনের উইকেটে ম্যাচ জেতার পেছনে টস সাহায্য করে এবং তাদের কোয়ালিটি স্পিনার আছে।’
বিসিবি একাদশ স্কোয়াডঃ সাইফ হাসান, নাঈম শেখ, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলী অনিক, সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে স্কোয়াডঃ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোতেন্দা মুতুমবদজি, টনি মুনিয়ঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপুফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, আইন্সলে এনডলোভু, তিমিসেন মারুমা ও রায়ান বুর্ল।