ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় মাসাকাদজা

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলে প্রত্যাশা করছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তাঁর মতে, সীমিত ওভারের ফরম্যাট বলে টি-টোয়েন্টিতে অনেক বেশি রোমাঞ্চ থাকে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট হেরেছে বাংলাদেশ। মাসাকাদজা মনে করছেন, স্পিন সহায়ক উইকেটে টস জেতার ফলেই ম্যাচটি জিতেছে আফগানরা। তবে টি-টোয়েন্টি সিরিজে এমন উইকেট থাকার সম্ভাবনা নেই বলে ধারণা তাঁর।

সংক্ষিপ্ত ফরম্যাটে স্পোর্টিং উইকেটে খেলা হবে, যা প্রতিযোগিতা বাড়িয়ে দেবে বলে বিশ্বাস মাসাকাদজার। তাঁর ভাষায়, ‘টি-টোয়েন্টি অবশ্যই ভিন্ন ফরম্যাট। টেস্ট ক্রিকেটে টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টি-টোয়েন্টি খেলা হয় সীমিত ওভার ও আরও ভালো উইকেটে।’
‘তাই আমরা কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করছি। আমি বিস্মিত নই আফগানিস্তানের পারফরম্যান্স দেখে। এই ধরনের উইকেটে ম্যাচ জেতার পেছনে টস সাহায্য করে এবং তাদের কোয়ালিটি স্পিনার আছে।’ যোগ করেন মাসাকাদজা।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ।