promotional_ad

বাংলাদেশের কাছে কৃতজ্ঞ জিম্বাবুয়ে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি মনে করছেন, তাঁদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।


গত ১৮ জুলাই জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না জিম্বাবুয়ে। তবে দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারবে দলটি।



promotional_ad

এ সময় আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ। এই সুবাদে আবারো ক্রিকেট খেলার সুযোগ হচ্ছে জিম্বাবুয়ের, মনে করছেন দলপতি মাসাকাদজা।


মঙ্গলবার মিরপুরে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা এখন খেলছি এবং মাঠে নামতে পারছি। বাংলাদেশ আমাদের অনেক সমর্থন করেছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের আবারও ক্রিকেট খেলার সুযোগ দিয়েছে। আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ।’


৯ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। মঙ্গলবার থেকে প্রস্তুতি নেয়াও শুরু করে দিয়েছে মাসাকাদজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি।



প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। প্রতিটি দলের বিপক্ষে গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলবে তারা। আগামী ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball