প্রস্তুতি ম্যাচ খেলবেন আফিফ-মিশুরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ সদস্যের এই দলে রয়েছেন ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পাওয়া বেশ কয়েকজন ক্রিকেটার।
সাব্বির রহমান, আফিফ হোসেন, সাইফউদ্দিন এবং ইয়াসিন আরাফাত মিশু রয়েছেন এই দলে। এছাড়া জাতীয় দলের হয়ে খেলা শফিউল ইসলাম, আরিফুল হক রয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে।

সাইফ হাসান, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লবের মতো একঝাক তরুণকে রাখা হয়েছে এই দলে।
আগামীকাল (১১ সেপ্টেম্বর) ফত্তুলায় অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। এরপর ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ফাইনালসহ মোট সাতটি ম্যাচ খেলা হবে এই সিরিজে। সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিসিবি একাদশ স্কোয়াডঃ সাইফ হাসান, নাঈম শেখ, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলী অনিক, সাইফউদ্দিন।