promotional_ad

বন্ধু অধিনায়ক হওয়ায় ফেরার চিন্তা করছেন ব্রাভো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাইরন পোলার্ড। ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার এবং টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটকে বরখাস্ত করার পর এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 


পোলার্ড অধিনায়ক হওয়ায় আবারো দলে ফেরার চিন্তা ভাবনা করছেন অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। যদিও গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ব্রাভো।২০১৬ সালে শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলেছেন ব্রাভো। বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব, ইনজুরি; সব মিলিয়ে জাতীয় দলে ফেরা হয়নি এই অলরাউন্ডারের।



promotional_ad

বন্ধু ব্রাভোর মতো কাইরন পোলার্ডও উইন্ডিজের হয়ে খেলেছেন প্রায় তিন বছর আগে, ২০১৬ সালে। ২০১৯ বিশ্বকাপে ক্যারিবিয়ান দলে রিজার্ভ বেঞ্চের সদস্য ছিলেন পোলার্ড। ভারতের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজ দলে ফেরেন তিনি। চলতি বছরের নভেম্বরে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন এই অলরাউন্ডার।


অধিনায়ক হওয়ায় পোলার্ডকে অভিনন্দন জানিয়ে বন্ধু ব্রাভো মজা করে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন আমার বন্ধু কাইরন পোলার্ডকে। তুমি এটার প্রাপ্য এবং তুমি অসাধারণ একজন অধিনায়ক হবে। আশা করি অবশেষে আমি ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফিরতে যাচ্ছি।’


২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হওয়া ব্রাভো ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে এবং ৬৬ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজারের বেশি রান রয়েছে তাঁর নামের পাশে। এ ছাড়া তিন ফরম্যাটে ৩৩৭ উইকেটের মালিক উইন্ডিজের এই অলরাউন্ডার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball