promotional_ad

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাঈমের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বল হাতে ৫ উইকেট শিকার করা সাকিব আল হাসান টেস্ট বোলারদের র‍্যাংঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। সর্বশেষ প্রকাশিত বোলারদের র‍্যাংঙ্কিংয়ে সাকিবের অবস্থান ২১তম। 


সাকিব ছাড়াও র‍্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলাম এবং নাঈম হাসানের। এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করা তাইজুল। তবে সবথেকে বড় লাফ দিয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। ৪ উইকেট পাওয়া নাঈম ২১ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে জায়গা করে নিয়েছেন।   


অবশ্য ব্যাটসম্যান এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবথেকে বেশি উন্নতি হয়েছে আফগানিস্তানের ক্রিকেটারদের। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করা আফগান অধিনায়ক রশিদ খান দারুণ উন্নতি করেছেন বোলারদের র‍্যাংঙ্কিংয়ে। ৩২ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।



promotional_ad

প্রথম ইনিংসে ৯২ এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রান করা সাবেক অধিনায়ক আসগর আফগান ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৪৭ ধাপ। বর্তমানে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৬৩ নম্বরে তাঁর অবস্থান। এছাড়াও সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান রহমত শাহ ২৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৫তম স্থানে। 


এদিকে আইসিসি টেস্ট র‍্যাংঙ্কিংয়ে নিজেদের অবস্থান দৃঢ় করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওল্ড ট্রাফোর্ড টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২১১ এবং ৮২ রানের ইনিংস খেলেন স্মিথ। ফলে ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেন তিনি। দ্বিতীয়তে থাকা বিরাট কোহলির চেয়ে ৩৪ পয়েন্ট এগিয়ে আছেন স্মিথ। 


স্মিথ ছাড়াও উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন, ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার এবং ওপেনার রোরি বার্নসের। ৬ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন পেইন। আর বাটলার ৪ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে এবং বার্নস ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাংঙ্কিং ৬১তে জায়গা করে নিয়েছেন। 


বোলারদের র‍্যাংঙ্কিংয়ের শীর্ষে থাকা তারকা পেসার প্যাট কামিন্সও নিজের অবস্থান শক্ত করেছেন। অ্যাশেজের শেষ ম্যাচে বল হাতে ১০৩ রানে ৭ উইকেট শিকার করা কামিন্সের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১৪। ফলে দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার চেয়ে কামিন্সের পয়েন্টের ব্যবধান এখন ৬৩। 



বোলারদের র‍্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার জস হ্যাজেলউডেরও। এ বছর প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। ১২ নম্বরে থেকে অ্যাশেজ শুরু করা হ্যাজেলউডের অবস্থান  ৮ এ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball