ল্যাঙ্গারকে পাশে পাচ্ছেন ওয়ার্নার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে ছন্দে নেই অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত সিরিজের সবগুলো ম্যাচ খেলা ওয়ার্নার মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবুও ব্যর্থ ওয়ার্নারের হয়ে ব্যাট ধরেছেন অজি প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে ছিলেন ওয়ার্নার। তিনটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৬৪৭ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি।

কিন্তু বিশ্বকাপের পরপরই শুরু হওয়া অ্যাশেজ সিরিজে নিজেকে হারিয়ে খুঁজছেন ওয়ার্নার। ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। হেডিংলি টেস্টে ৬১ রানের ইনিংস ছাড়া কোনো বড় ইনিংস নেই অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। আট ইনিংসের সাতটিতে আউট হয়েছেন এক অংকের ঘরে, যেখানে তিন ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে।
এমন পারফরম্যান্সের পরও ওয়ার্নারের ওপর এখনো আস্থা হারাননি ল্যাঙ্গার, 'ডেভি (ডেভিড ওয়ার্নার) এই সিরিজটি ভালো কাটায়নি। কিন্তু ভাবেন, যখন সে ভালো সিরিজ পার করা শুরু করবে তখন দল কতটা ভালো হবে। আমরা আশাবাদী পরবর্তী ম্যাচে সে ভালো করবে।'
ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন স্টিভ স্মিথ। বলা চলে, একাই অস্ট্রেলিয়াকে অ্যাশেজ ধরে রাখার পেছনে ভূমিকা রেখেছেন তিনি। ল্যাঙ্গারের মতে, স্মিথের সঙ্গে ওয়ার্নার ফর্ম খুঁজে পেলে অপ্রতিরোধ্য দলে পরিণত হবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৮ টেস্ট খেলেছেন ওয়ার্নার। দীর্ঘ পরিসরের ফরম্যাটে ৪৬ গড়ে তাঁর রান সাড়ে ছয় হাজারের কাছাকাছি। ওয়ার্নারের নামের পাশে রয়েছে ২১ সেঞ্চুরি এবং ৩০ হাফ সেঞ্চুরি। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ওপর স্বভাবতই ভরসা রাখবেন অস্ট্রেলিয়া দলের সকলে।