promotional_ad

হাফ সেঞ্চুরির পর ফিরলেন হৃদয়

ছবিঃ এসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ যুব দলঃ ১৯০/৩ (৪২ ওভার) (মাহমুদুল ৯৩*, শামীম ৭*)


ইতোমধ্যে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আকবর আলীর দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যুব দল।


হাফ সেঞ্চুরির পর ফিরলেন হৃদয়ঃ



promotional_ad

তৃতীয় উইকেটে মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে ১২১ রান যোগ করেছেন তৌহিদ হৃদয়। ৭৫ বলে ৫০ রানের ইনিংস খেলে হৃদয় ফিরলে এই জুটি ভাঙে। 


সেঞ্চুরির পথে মাহমুদুলঃ


যুব দলের ওপেনার মাহমুদুল হাসান দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন তিনি। ব্যাট হাতে অপরাজিত আছেন ১০৪ বলে ৮৫ রান করে। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। তাঁর ব্যাট থেকে এসেছে ৬২ বলে ৪৩ রান।


ব্যাটিং বিপর্যয়ে টাইগার যুবারাঃ


ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার তানজিদ হাসান এবং মাহমুদুল হাসান। তানজিদ ১৭ রান করে ফিরলে ৩০ রানে এই জুটি ভাঙে। মাহমুদুলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি পারভেজ হোসেন ইমন। তিনি আউট হয়েছেন মাত্র ১০ রান করে।



বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশঃ আকবর আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শাহাদাত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন এবং আশরাফুল ইসলাম।


শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ একাদশঃ নাভোদ পারানাবিথানা, কামিল মিশারা (উইকেটরক্ষক), রাবিন্দু রাসান্থা, আহান ভিক্রামাসিংহে, নিপুন ধনঞ্জয়া (অধিনায়ক), আভিশকা থারিন্দু, কামিন্দু উইজেসিংহে, রোহান সঞ্জয়া, আশিয়ান ড্যানিয়েল, দিলশান মাদুশঙ্কা এবং কাবিন্দু নাবিশান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball