প্রধান কোচ খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্রুতই নতুন প্রধান কোচ নিয়োগ দিতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। এরই মধ্যে কোচের জন্য বাছাই প্রক্রিয়াও শুরু করেছে তারা।
গত এপ্রিলে রিচার্ড পাইবাসকে সরিয়ে দেয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকা পালন করে আসছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফ্লয়েড রেইফার।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান সিরিজের আগে একজন স্থায়ী কোচ নিয়োগ দিতে চাইছে সিডব্লিউআই। সিরিজটিকে সামনে রেখে সোমবার ওয়ানডে এবং টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে কাইরন পোলার্ডের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এবার নতুন কোচ নিয়োগের ক্ষেত্রেও তোড়জোড় শুরু করেছে তারা। এক বিবৃতিতে সিডব্লিউআই জানিয়েছে কোচিং প্যানেল এবং দলের অবকাঠামো ঢেলে সাজানোর লক্ষ্য চার মাসের একটি পরিকল্পনা হাতে নিয়েছে তারা।
এক্ষেত্রে সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের পরামর্শও গুরুত্বসহকারে গ্রহণ করা হবে। এই পরিকল্পনার ধারাবাহিকতায় প্রধান কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সিডব্লিউআই। আবেদনের সময়সীমা তারা বেঁধে দিয়েছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
এছাড়াও পুরুষ এবং নারী ক্রিকেট দল ছাড়াও তরুণ খেলোয়াড়দের জন্যও নতুন নির্বাচক প্যানেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এই প্যানেলে যুক্ত থাকবেন একজন প্রধান নির্বাচক, একজন নির্বাচক এবং প্রধান কোচ।