অলরাউন্ড নৈপুণ্যে রশিদের রেকর্ড
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস করতে নেমেই ক্রিকেট ইতিহাসের সর্ব কনিষ্ঠ টেস্ট অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন রশিদ খান। এবার ম্যাচ জিতে নিয়ে রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন তিনি।
রশিদের চেয়ে কম বয়সে টেস্ট জিতেননি আর কোনো অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করে ৫১ রান করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৪ রান।

এই ম্যাচে মোট ১১ উইকেট শিকার করেছেন রশিদ। প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে গুটিয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি।
অলরাউন্ডিং পারফরম্যান্সে অ্যালেন বোর্ডার এবং ইমরান খানদের পাশে নাম লিখিয়েছেন রশিদ। টেস্টে এর আগে এই দুজনই অধিনায়ক হিসেবে এক ম্যাচে হাফ সেঞ্চুরি এবং ১০ উইকেট নিয়েছেন।
এই রেকর্ডে সর্বশেষ নাম সংযোজন হলো রশিদের। বাংলাদেশের বিপক্ষে অনবদ্য অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন আফগানিস্তানের এই অধিনায়ক।