নিজের ভূমিকা জানেন না সৌম্য!
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা চালিয়েছেন সৌম্য সরকার। উইকেটে টিকে থেকে ম্যাচ ড্র করার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। যদিও এই সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখা গেছে সৌম্যকে। দলের অধিনায়কও জানালেন, নিজের ভূমিকা সম্পর্কে একবারেই অজ্ঞ সৌম্য।
শেষ উইকেটে ব্যাটিং করছিলেন সৌম্য এবং তরুণ নাঈম হাসান। যেকোনো মূল্যে উইকেট ধরে রেখে ম্যাচ ড্র করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যে কারণে ব্যাটিং প্রান্তে সবসময় নিজেকেই রাখতে চেয়েছিলেন তিনি। তাই ওভারের শেষ বলে রান নেয়ার চেষ্টা পরিলক্ষিত হয়েছে সৌম্যর মাঝে।

৬০তম ওভারের শেষ বলে রান নিতে ব্যর্থ হন সৌম্য। যদিও পরের ওভারের প্রথম বলেই এক রান নিয়ে তাঁকে ব্যাটিং প্রান্তে পাঠান নাঈম। কিন্তু দ্বিতীয় বলে আবার সিঙ্গেল নিয়ে প্রান্তবদল করে ফেলেন সৌম্য। সঙ্গে সঙ্গে মাথায় হাত দেন তিনি। বোঝাই যাচ্ছিল নাঈমকে আফগান স্পিনার জহির খানের বাকি চার বল মোকাবেলার জন্য পাঠাতে চাননি বাঁহাতি এই ব্যাটসম্যান।
সৌম্যর এমন অঙ্গভঙ্গিতে সাকিবের মন্তব্য, 'সৌম্য যখন রানটা নিয়ে মাথায় হাত দিচ্ছে। ও আসলে বুঝতে পারছে না ওর ভূমিকা কী। ওর কী করা উচিত। এই জিনিসগুলো থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। কতদিন যে লাগবে শিখতে এটা বড় ব্যাপার।'
যদিও শেষ পর্যন্ত রশিদ খানের বলে সৌম্যই আউট হয়েছেন। দলের পরাজয় আটকাতে পারেননি তিনি। ৫৯ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
১৯.৩ ওভার টিকে থাকতে ব্যর্থ হয়েছেন সাকিব-সৌম্যরা। ৩.২ ওভার আগেই অলআউট হয়েছে স্বাগতিক দলটি। টেস্টে নবীন দল আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের বড় হার মানতে হয়েছে ১৯ বছরের অভিজ্ঞ দল বাংলাদেশকে।