বাংলাদেশকে ১০০ তে শূন্য দিলেন সাকিব
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর হতাশ বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের দলকে ১০০ তে শুন্য মার্ক দিয়ে মূল্যায়ন করেছেন তিনি।
চট্টগ্রামে আফগানিস্তানের দাপুটে জয়ের দিনে গণমাধ্যমকে সামনে রেখে এমন মূল্যায়ন করেন সাকিব। 'এই টেস্টের মার্কিং কত করবেন?' এমন এক প্রশ্নের উত্তরে নির্লিপ্ত ভঙ্গিমায় সাকিব বলেন, 'শুন্য'।
অপরদিকে আফগানিস্তানকে ঠিকই কৃতিত্ব দিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ম্যাচে পুরো সময়টায় দাপট দেখিয়েছে রশিদ খানের দল, এমনটা স্বীকার করে নিয়েছেন সাকিব।

সাকিবের ভাষায়, 'সবমিলিয়ে আমরা বাজে খেলেছি। একইসাথে আফগানিস্তানও খুব ভালো খেলেছে।'
চট্টগ্রাম টেস্টের শেষদিনে বাংলাদেশের হয়ে ব্যাট ধরেছিল বৃষ্টিও। বৃষ্টি হানা দেওয়ায় প্রথম দুই সেশন মিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৩ বল।
এরপর বৃষ্টি থামলে ১ ঘন্টা ১০ মিনিট খেলার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। বাংলাদেশের সামনে তখন মাত্র ১৯ ওভার। হাতে চার উইকেট। কিন্তু তৃতীয় সেশনের প্রথম বলেই ফিরে যান সাকিব।
তিনি ফেরায় শেষপর্যন্ত ৩.২ ওভার বাকি থাকতেই অলআউট হয় বাংলাদেশ। এই ম্যাচের স্মৃতি পোড়াচ্ছে সাকিবকে।
'মেনে নেয়া অবশ্যই কষ্টকর। খুবই হতাশাজনক ব্যাপার। যেহেতু চার উইকেট ছিল এবং ১ ঘন্টা ১০ মিনিট খেলতে হতো।' গণমাধ্যমে বলেছেন সাকিব।