ঘরোয়া ক্রিকেটকে দোষী মানছেন না সাকিব
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১৯ বছরের অভিজ্ঞ দল হয়েও নবীন দল আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। সেটাও আবার ঘরের মাঠের চেনা কন্ডিশনে। এমন লজ্জাজনক হারের পেছনে ঘরোয়া ক্রিকেট দায়ী কিনা, প্রশ্ন উঠছে ক্রিকেট পাড়ায়।
কিন্তু বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান কোনোভাবেই ঘরোয়া ক্রিকেটকে দায়ী করছেন না। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে এখন অনেক অভিজ্ঞ বাংলাদেশ। তাই এখন ঘরোয়া ক্রিকেটের দোহাই দেয়া চলে না।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, '২০ বছর (১৯ বছর) ধরে টেস্ট খেলার পর আমরা এটা বলতে পারি না যে এখন আমাদের গড়ে ওঠার প্রক্রিয়া চলছে।'
আফগানদের বিপক্ষে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দীর্ঘ নয় মাস ধরে টেস্ট ক্রিকেটের বাইরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাকিব মনে করছেন, দীর্ঘ পরিসরের ক্রিকেটের সঙ্গে অনেক দিনের বিচ্ছিন্নতাই টেস্ট মেজাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে ক্রিকেটারদের।
জয়ের পুরো কৃতিত্ব সফরকারী দলকে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে বাংলাদেশকে টেস্টে আরও ধারাবাহিক হতে হবে বলে জানিয়েছেন সাকিব। এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে দলের সকলকে।
'আমার মনে হয় ছেলেরা অনেকদিন ধরে টেস্টের বাইরে, এটা খারাপ খেলার অন্যতম কারণ হতে পারে। আফগানিস্তানের কৃতিত্ব সব। ওরা আমাদের চাপে রেখেছে এবং জয় তুলে নিয়েছে। তবে একই সঙ্গে আমাদের আরও পরিশ্রম করতে হবে।' যোগ করেন সাকিব।