নিজের পারফরম্যান্সে গর্বিত স্মিথ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন স্টিভ স্মিথ। তাঁর অসাধারণ নৈপুণ্যে এক ম্যাচ হাতে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে হারলেও অ্যাশেজ সিরিজ হারতে হচ্ছে না অজিদের। একইসঙ্গে শিরোপাও ধরে রাখবেন স্মিথরা। নিজের এমন পারফর্মেন্সে গর্বিত অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
ম্যানচেস্টার টেস্ট শেষে গণমাধ্যমকে বলেছেন, 'ভাবতেই ভালো লাগছে যে অ্যাশেজ ঘরে আসছে। এবারের অ্যাশেজ ঘরে আনতে খুব বেশি ইচ্ছা হচ্ছিলো। সেদিক থেকে চিন্তা করলে এটা অবশ্যই দারুণ আনন্দের।

আমি যেভাবে পারফর্ম করেছি, তাতে আমি গর্বিত। দলের জয়ে অবদান রাখতে পেরে অসাধারণ অনুভূতি হচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের দিন।'
কেপটাউন টেস্টে বল টেম্পারিং করার কারণে এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন স্মিথ। ১৬ মাস বিরতি দিয়ে ফিরেছেন টেস্ট ক্রিকেটে। প্রতিপক্ষের ক্রিকেটারদের কাছ থেকে মাঠে প্রতিনিয়তই স্লেজিংয়ের শিকার হতে হয়েছে স্মিথকে।
এমনকি মাঠের বাইরে সমালোচনা হলেও ব্যাট হাতে সেই জবাব প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন স্মিথ। ইংলিশ সমর্থকদের দুয়ো উপেক্ষা করে রান করে যাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত সাবেক অজি অধিনায়কের ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ২১১ এবং ৮২ রানের।