আধা ঘণ্টার ব্যাটিং কাল হলো আফগানদের?
ছবি: ছবিঃ বিসিবি , রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে টেস্টে দারুণ অবস্থানে আছে আফগানিস্তান। দলটির ওপেনার ইব্রাহীম জাদরান তৃতীয় দিনের সংবাদ সম্মেলনে বলেই গেছেন জিততে ৭০ শতাংশ নিশ্চিত তারা। তবে বৃষ্টি বাধায় ম্যাচের ভাগ্য এখনো ঝুলছে।
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে ৩৪২ রান সংগ্রহ করে রশিদ খানের দল। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ২০৫ রানে থামিয়ে ১৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে তারা।

আফগান ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিংয়ে ৩৭৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছিল দলটি। চতুর্থ দিনের প্রথম সেশনে আরও আধা ঘণ্টা ব্যাটিং করে ৩৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিল তারা।
আর এই আধা ঘণ্টার ব্যাটিংই কী কাল হয়ে দাঁড়ালো কিনা আফগানদের জন্য এটাই এখন দেখার বিষয়। কারণ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইতোমধ্যে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।
চতুর্থ দিনের সকালে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালে হয়তো ইতোমধ্যে ম্যাচের ফলাফল পেয়ে যেত আফগানরা। কিন্তু বৃষ্টির কারণে চতুর্থ দিনের পুরো খেলা সম্পন্ন হয়নি।
শেষ দিনের খেলার প্রথম সেশনও ভেস্তে দিয়েছে বৃষ্টি। তাই হয়তো আফসোস করছেন আফগান শিবিরের অনেকেই।