মাঠে প্রবেশ করলেন আম্পায়ার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান (প্রথম ইনিংস)- ৩৪২/১০ (১১৭ ওভার) (রহমত-১০২, আফগান-৯২; তাইজুল-৪/১১৬, নাঈম-২/৪৩
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২০৫/১০ (৭০.৫ ওভার) (মোসাদ্দেক- ৪৮*, মমিনুল-৫২; রশিদ-৫/৫৫, নবি-৩/৫৬)
আফগানিস্তান (দ্বিতীয় ইনিংস)- ২৬০/১০ (৯০.১ ওভার) (আফসার-৪৮*, আসগর ৫০, ইব্রাহিম ৮৭; সাকিব ৩/৫৩)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৩৬/৬ (৪৪.২ ওভার) (সাকিব ৩৯*, সৌম্য ০*)

বৃষ্টি থেমেছে চট্টগ্রামেঃ অবশেষে বৃষ্টি থেমেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আকাশ পরিষ্কার হয়ে রোদও উঠে গেছে অল্প কিছু সময়ের মধ্যে। তবে এখনো মাঠ শুকানোর কাজ চলছে।
চতুর্থ আম্পায়ার এবং কিউরেটর মাঠে প্রবেশ করেছেন পর্যবেক্ষণের জন্য। ইতোমধ্যে দুই ঘণ্টা অতিবাহিত হয়ে গেছে ম্যাচের। এর মানে, প্রথম সেশনের খেলা মাঠে গড়ানোর সময় শেষ।
আবহাওয়া এবং মাঠের অবস্থা ভালো থাকলে দ্বিতীয় সেশনে ব্যাটিং করতে নামবেন সাকিব আল হাসান এবং সৌম্য সরকার। লক্ষ্য থেকে ২৬২ রান পিছিয়ে আছে আফগানরা।
মাঠে রশিদ খানঃ বৃষ্টিতে এখনো টিম হোটেলে বাংলাদেশ দল। বেলা ১১টায় মাঠে আসবে সাকিব আল হাসানের দল। ইতোমধ্যে মাঠে পৌঁছেছে আফগানিস্তান দল।
ছাতা মাথায় মাঠে নেমেও গেছেন আফগান দলপতি রশিদ খান। মাঠের অবস্থান পর্যবেক্ষণ করছেন তিনি।
বৃষ্টি বাধা চট্টগ্রামেঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের শেষদিনেও হানা দিয়েছে বৃষ্টি। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এখন কিছুটা কমলেও বাংলাদেশ দল এখনো হোটেলে অবস্থান করছে।
যদিও বৃষ্টি বাধা পেরিয়ে মাঠে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে খেলা মাঠে গড়ানোর সময়সীমা এখনো জানা যায়নি। কারণ ঝিরিঝিরি বৃষ্টি এখনো হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলায়ও বিঘ্ন ঘটে। পুরো দিনের খেলা না হওয়ার ফলে পঞ্চম দিনের খেলা ৩০ মিনিট আগে অর্থাৎ ৯:৩০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতায় প্রথম সেশনের খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।