promotional_ad

অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৮৫ রানের ব্যবধানে হারিয়ে অ্যাশেজ সিরিজ রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। আগের অ্যাশেজ সিরিজটিও নিজেদের করে নিয়েছিল অজিরা।


চলতি সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে আছে টিম পেইনের দল। সিরিজের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। শেষ ম্যাচ ইংল্যান্ড জিতে নিলেও সিরিজ ড্র হবে। ফলে অ্যাশেজ অস্ট্রেলিয়ার কাছেই থাকবে।


জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৮৩ রানের পাহাড় সমান লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। ১৭৩ রানে ৮ উইকেট পতনের পরও দলটি লড়াই চালিয়ে গেছে শেষ পর্যন্ত। ১৯৭ রানে অল আউট হলে হার মানতে হয় ইংল্যান্ডকে।


শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। অজি পেসার প্যাট কামিন্স একাই নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার করেছেন জস হ্যাজেলউড এবং নাথান লায়ন।



promotional_ad

একটি করে উইকেট গেছে মিচেল স্টার্ক এবং মার্নাস ল্যাবুশেনের ঝুলিতে। এই টেস্টে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৪৯৭ রানে করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অজিরা।


জবাবে খেলতে নেমে ৩০১ রানে অল আউট হয় স্বাগতিক ইংল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা। অজিরা ৩৮৩ রানের পাহাড় সমান লক্ষ্য দিলে সেই লক্ষ্য পাড়ি দিতে ব্যর্থ হয় ইংল্যান্ড।


সংক্ষিপ্ত স্কোরঃ


অস্ট্রেলিয়া ১ম ইনিংসঃ ৪৯৭/৮ ডিক্লে. (স্মিথ ২১১, ল্যাবুশেন ৬৭, পেইন ৫৮, স্টার্ক ৫৪*, ব্রড ৩/৯৭, লিচ ২/৮৩, ওভারটন ২/৮৫)


ইংল্যান্ড ১ম ইনিংসঃ ৩০১ অল-আউট (বার্নস ৮১, রুট ৬১, বাটলার ৪১, হ্যাজলউড ৪/৫৭, স্টার্ক ৩/৮০, কামিন্স ৩/৬০)



অস্ট্রেলিয়া ২য় ইনিংসঃ ১৮৬/৬ ডিক্লে. (স্মিথ ৮২, ওয়েড ৩৪, আর্চার ৩/৪৫, ব্রড ২/৫৪) 


ইংল্যান্ড ২য় ইনিংসঃ ১৯৭ অল-আউট (ডেনলি ৫৩, বাটলার ৩৪, কামিন্স ৪/৪৩, লায়ন ২/৫১, হ্যাজলউড ২/৩১)


ফলাফলঃ অস্ট্রেলিয়া ১৮৫ রানে জয়ী ও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball