হতাশায় চট্টগ্রামে যাননি বোর্ড সভাপতি

ছবি: ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্সে হতাশ হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে টেস্ট ম্যাচটি দেখতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এমনকি সাকিবদের পারফরম্যান্স দেখে তার কাছে মনে হয়নি যে তারা টেস্ট খেলতে নেমেছেন। সেই সঙ্গে বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
রোববার (০৮ সেপ্টেম্বর) তিনি বেক্সিমকো কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব বিষয় নিয়ে আলোচনা করেন। পাপন বলেন, 'এটা টেস্ট, মনে হয় না এটা বাংলাদেশ। আমাকে যদি জিজ্ঞেস করেন খুবই দুঃখজনক, খুবই খারাপ।

আমি পরশু রাতে এসেছি, সকালে ফ্লাই করার কথা। কিন্তু প্ল্যান স্ট্রেটেজি দেখে আমি এতো হতাশ যে আমি যাওয়ার চিন্তাই বাদ দিয়ে দিয়েছি। যাবোই না। জেটা শুরু হয়ে গিয়েছে এটা নিয়ে আর কথা বলে লাভ নেই।'
চট্টগ্রাম টেস্ট শেষ হলে অধিনায়ক এবং কোচের সঙ্গে বসবেন বোর্ড সভাপতি। তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
পাপন আরও বলেন, আমি মনে করি, প্ল্যানিং নিশ্চই ছিল। ঘাটতি থাকার তো কোনো কথা না। তবে পরিকল্পনা সঠিক ছিল না। এটা আমার ব্যক্তিগত ধারনা। ওদের সঙ্গে বসতে হবে যেহেতু কোচ অধিনায়ক দুজনই সেখানে আছে। অপারেসন্স কমিটির আকরাম সেখানে আছে, বসে জিজ্ঞেস করতে হবে কেন এরকম হলো।