৪০০ তাড়া করতে ভিন্ন কিছু করতে হতোঃ সাকিব
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে প্রায় ৪০০ রান তাড়া করতে মাঠে নামে সাকিব আল হাসানের দল। ওপেনিংয়ে দুজন বাঁহাতিকে না পাঠিয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন তিরি করে মাঠে নামানো হয় সাদমান ইসলাম অনিক এবং লিটন দাসকে।
পরবর্তীতেও ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে আরও কয়েকটি পরিবর্তন আনে টিম ম্যানেজম্যান্ট। পরিবর্তনগুলি পরিকল্পনা মোতাবেক কাজে না আসলেও অধিনায়ক সাকিব আল হাসান হাসান জানালেন, ৪০০ রান তাড়া করতে ভিন্ন কিছু করার দরকার ছিল।

এই পরিকল্পনার পাশাপাশি আফগানিস্তানের বোলিং লাইন আপকে শুরুতে সফল হতে না দেয়ার লক্ষ্যেই ভিন্ন কিছু করতে চেয়েছিল সাকিব-মুশফিকরা। তবে পরিকল্পনা কাজে আসেনি বলে এটাকে ভুল মানতে নারাজ অধিনায়ক সাকিব।
সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, '৪০০ রান তারা করতে হলে আপনাকে ভিন্ন কিছু করতেই হতো কারণ এর আগে তো কখনো ৪০০ চেজ করিনি। যদি ২০০ চেজ করতাম ব্যাটিং অর্ডার ওইরকমই থাকতো যেহেতু ৪০০ চেজ করতে নেমেছি তাই আমাদের এই ধরণের কিছু প্রস্তুতির দরকার ছিল, কিছু পরিবর্তনের দরকার ছিল যেটাতে ভালো কিছু হতে পারতো।
প্রথম ইনিংসে তো খেলেছি একই উইকেট ছিল, ২০০ করেছি। এখানে এর থেকে আর কতই বা খারাপ হতে পারে। ভালো করার ইচ্ছাতে এই পরিকল্পনা গুলো করা হয়, যখন কাজে আসে তখন মনে হয় দারুণ পরিকল্পনা ছিল যখন আসে না তখন মনে হয় ভুল ছিল।'
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ৩৯ এবং সৌম্য সরকার ০ রান নিয়ে শেষ দিন ব্যাটিং করতে নামবেন। জয় পেতে হলে অম্ভব কিছু করতে হবে বাংলাদেশ দলকে। শেষ দিন জয়ের জন্য আরও ২৬২ রান প্রয়োজন সাকিববাহিনীর, হাতে রয়েছে মাত্র ৪ উইকেট