promotional_ad

এক সফরই বদলে দিয়েছে কোহলিকে

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বানিয়েছে ২০১২ সালের অস্ট্রেলিয়া সফর। ওই সিরিজে তাঁর বিপক্ষে অজি ক্রিকেটারদের নির্ভার অঙ্গভঙ্গি পছন্দ হয়নি কোহলির। যে কারণে নিজেকে বদলে ফেলার পণ করেছেন বিশ্বের অন্যতম এই ব্যাটসম্যান।


২০১২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত চার ম্যাচের টেস্ট সিরিজে ৩৭.৫০ গড়ে ৩০০ রান সংগ্রহ করেছিলেন কোহলি। একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫৩ রান করেছিলেন কোহলি।


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ৮ ম্যাচ খেলে ৫৩.২৮ গড়ে ৩৭৩ রান করেন তিনি। যেখানে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি ছিল কোহলির। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১২ সালে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন না ভারতীয় এই ক্রিকেটার। তবুও পরিপক্ষের চোখে তাঁকে নিয়ে কোনো ভয় দেখেননি। যা তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দেয়।



promotional_ad

এরপরেই বিশ্বের সেরা ব্যাটসম্যানে নিজেকে পরিণত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন কোহলি, 'ওই সময় (২০১২ সাল) আমি যখন ব্যাট করতে নামতাম, তখন প্রতিপক্ষকে (অস্ট্রেলিয়া) দেখে মনে হত ওরা আমাকে ভয় পাচ্ছে না বা সম্মান করছে না। আমি চাইনি, আমাকে দেখে প্রতিপক্ষ শিবির ভাবুক, এই ছেলেটা আমাদের কোনও ক্ষতি করতে পারবে না।'


'আমি চাইনি, আর পাঁচটা ক্রিকেটারের এক জন হয়ে থাকতে। আমি চেয়েছিলাম এমন ক্রিকেটার হতে যে ম্যাচে প্রভাব ফেলতে পারবে। আমি চেয়েছিলাম, যখন মাঠে নামব, প্রতিপক্ষ ভাববে একে আউট করতে না পারলে ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাবে।' একটি স্পোটর্স ওয়েব শোয়ে বলেছেন কোহালি।


নিজের খেলায় পরিবর্তন, ফিটনেসে পরিবর্তন আনার জন্য সম্পূর্ণ মনযোগী হন ভারতীয় অধিনায়ক। সেরাদের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান কোহলি। 


'ওই সফরের পরে ??ুঝেছিলাম অস্ট্রেলিয়া আর আমাদের মধ্যে অনেক ফারাক। বুঝেছিলাম, যদি ট্রেনিং, ডায়েট আর খেলায় বদল না আনা যায়, তা হলে কখনোই সেরাদের সঙ্গে টক্কর নিতে পারব না। সেরা হওয়ার ইচ্ছাটাই যদি না থাকে, তা হলে মাঠে নেমে লড়াই করারও কোনো মানে নেই।



আমি চেয়েছিলাম, নিজের সেরাটাকে বের করে আনতে। আর সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য যা যা করা দরকার, তা করেছি। খেলাটার প্রতি আমার দৃষ্টিভঙ্গিও বদলে যায় ওই সফরের পরে।' বলেছেন ভারতীয় অধিনায়ক।


আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩৮৮ ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৬৮টি সেঞ্চুরি এবং ৯৭টি হাফ সেঞ্চুরিসহ প্রায় ২১ হাজারের কাছাকাছি রান রয়েছে তাঁর নামের পাশে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball