promotional_ad

জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য  রানের পাহাড় সমান লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬০ রান করে অল আউট হয়েছে আফগানরা। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৮ রানের।


জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়েই জিততে হবে। বাংলাদেশের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানতাড়া করে জেতার রেকর্ডটি ২০০৯ সালের, ২১৫ রান তাড়া করে জিতেছিল তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ইনিংসে ৩৪২ রান সংগ্রহের পর তাঁরা বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেয় ২০৫ রানে। 


ফলে ১৩৭ রানের লিড পায় রশিদ খানের দল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৪ রান যোগ করতেই ২ ব্যাটসম্যানকে হারিয়ে বসে আফগানিস্তান। দুই আফগান ব্যাটসম্যান ইহসানউল্লাহ এবং রহমত শাহকে টানা দুই বলে ফেরান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।


দুই ব্যাটসম্যানকে হারালেও দলের পক্ষে হাল ধরার চেষ্টায় ব্যাটিং করতে থাকেন দুই ব্যাটসম্যান ইব্রাহীম জাদরান এবং হাশমতউল্লাহ শাহিদি। কিন্তু দলীয় ২৮ রানে শাহিদিকে বিদায় করেন নাঈম হাসান। 


শুরুতে বিপদে পড়লেও ইব্রাহিম জাদরান ও আসগর আফগানের ব্যাটে দারুণভাবে চাপ সামলে নেয় আফগানরা।  জুটি গড়ার পথে এই ফরম্যাটে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম।



promotional_ad

নিজেদের মধ্যে ১০০ রানের জুটি গড়েন ইব্রাহিম এবং আজগর। তাদের ১০৮ রানের জুটি ভাঙতে সক্ষম হন স্পিনার তাইজুল ইসলাম। ৫০ রান করে সাজঘরে ফেরেন আজগর। ২৯৩ রানের বিশাল লিড নিয়ে চা পানের বিরতিতে যায় আফগানিস্তান।


চা পানের বিরতির পর খুব বেশীক্ষণ টিকতে পারেননি আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ৮৭ রান করে নাঈম হাসানের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। জাদরান ফেরার পর দ্রুত বিদায় নিতে হয় মোহাম্মদ নবিকে।


মিরাজের ৬৮তম ওভারের দ্বিতীয় বলটি সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন এই ব্যাটসম্যান। এরপর দলীয় ২১০ রানের মাথায় আফগান অধিনায়ক রশিদ খানকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান স্পিনার তাইজুল ইসলাম। 


২৪ রান নিয়ে সাজঘরে ফেরেন আফগানিস্তান দলপতি। এরপর দলীয় ২৩৫ রানে কায়েস আহমেদকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। ৮ উইকেট হারালেও পরবর্তীতে আর কোনো উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করে আফগানিস্তান।


চতুর্থ দিনে বৃষ্টির কারণে দুই ঘন্টা পর শুরু হয় খেলা। ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকেন দুই আফগান ব্যাটসম্যান আফসার জাজাই এবং ইয়ামিন আহমদজাই।


ব্যক্তিগত ৯ রানে আহমদজাই রান আউট হলে চতুর্থ দিনে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। এরপর জহির খান কোনো রান না করেই মিরাজের বলে শর্টে মুমিনুলকে ক্যাচ দিলে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে যায় ২৬০ রানে।



সংক্ষিপ্ত স্কোরঃ  


আফগানিস্তান (প্রথম ইনিংস)- ৩৪২/১০ (১১৭ ওভার) (রহমত-১০২, আফগান-৯২; তাইজুল-৪/১১৬, নাঈম-২/৪৩
 
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২০৫/১০ (৭০.৫ ওভার) (মোসাদ্দেক- ৪৮*, মমিনুল-৫২; রশিদ-৫/৫৫, নবি-৩/৫৬)


আফগানিস্তান (দ্বিতীয় ইনিংস)- ২৬০/১০ (৯০.১ ওভার) (আফসার-৪৮*, আসগর ৫০, ইব্রাহিম ৮৭; সাকিব ৩/৫৩)


টার্গেটঃ ৩৯৮ রান 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball