বৃষ্টি নেই, সরিয়ে নেয়া হয়েছে কভার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বৃষ্টি নেই, সরিয়ে নেয়া হয়েছে কভারঃ
আলোক স্বল্পতার কারণে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা একটু আগে ভাগেই শেষ হয়েছিল। ফলে চতুর্থ দিনের খেলা শুরু করার কথা ছিল নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে। তবে বৃষ্টির কারণে ঠিক সময়ে চতুর্থ দিনের খেলা শুরু হতে পারেনি। প্রায় এক ঘন্টা পর বৃষ্টি থেমেছে। ফলে পিচ কভার সরিয়ে নেয়া হয়েছে। এই মুহূর্তে মাঠ পরিচর্যার কাজ চলছে। বেলা পৌনে ১১টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। এরপরই জানা যাবে চতুর্থ দিনের খেলা শুরু হবে কখন।

বাংলাদেশ একাদশঃ
সৌম্য সরকার, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক)। মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশঃ
ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই (উইকেট রক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, জহির খান।