টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে সালমারা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
থাইল্যান্ড নারী দলকে ৭০ রানের ব্যবধানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে আয়ারল্যান্ড নারী দলকে ৪ উইকেটে হারিয়ে ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পায় সালমা খাতুনের দল।
বাছাই পর্ব শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন এই বিশ্ব আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা।

বাছাই পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বকাপে 'এ' গ্রুপে খেলবে। গ্রুপটিতে রয়েছে বর্তমান বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। আগামী ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে।
২৪ ফেব্রুয়ারি ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে জাহানারা-সালমারা।
২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। এই বিশ্ব আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২০ সালের ৮ মার্চ।
বাছাই পর্বের রানার্স আপ থাইল্যান্ড রয়েছে 'বি' গ্রুপে। 'বি' গ্রুপের অন্য দলগুলো হলো ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান।.২২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁরা বিশ্বকাপ শুরু করবকা