এশিয়া কাপে আকবরদের দ্বিতীয় বাধা নেপাল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৮ সেপ্টেম্বর (রবিবার) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের যুবারা। এ ম্যাচে আকবর আলীদের প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
নেপালের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় পেয়েছে তারা। আরব আমিরাতকে হারিয়েছে আকবর, তৌহিদ হৃদয়রা।

বোলারদের পর ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে আরব আমিরাতের বিপক্ষে ছয় উইকেটের বড় জয় পেয়েছে দলটি। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরেছে নেপাল।
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্বাগতিকদের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে দলটি। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা মানসিকভাবে দুর্বল থাকবে নেপাল।
এ ম্যাচ জিতলে যুব এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়ার পথ সুগম হবে আকবর আলীর দলের। তাই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ যুব দলের কাছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক) তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনিক সরকার, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তামজিম হাসান সাকিব, শাহীন আলম, মিনহাজুর রহমান এবং আশরাফুল ইসলাম সিয়াম।
স্ট্যান্ডবাইঃ হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোশ নাবিল।
নেপাল অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ সন্দীপ জোরা, রোহিত পাওডেল (অধিনায়ক), খাদাক বোহারা, পাওয়ান শারাফ, কুশল মোল্লা, প্রাতিস জি সি, আফিস শেখ (উইকেটরক্ষক), হারি চৌহান, লোকেশ বাম, ঋত গৌতম, ভিম শারকি, সাগর ঢাকাল, সুরিয়া তামাং, কামাল সিং, রশিদ খান।