সানজিদার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে থাইল্যান্ড নারী দলের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী দল।
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সানজিদা ইসলাম এবং মুর্শিদা খাতুন। ওপেনিংয়ে তাঁরা যোগ করেন ৬৮ রান।
মুর্শিদা ৩৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়েছে বাংলাদেশ নারী দল। উইকেটরক্ষক নিগার সুলতানা ৮ রান করে আউট হয়েছেন।

৩ রান করে ফিরেছেন শায়লা শারমিন। দুই অঙ্কে পৌঁছুতে পারেননি অলরাউন্ডার জাহানারা আলমও। তাঁর ব্যাট থেকে এসেছে ৩ রান। ফাহিমা আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
একপ্রান্ত আগলে রেখে ফারজানা হককে নিয়ে বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন সানজিদা। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৭১ রানের অপরাজিত ইনিংস।
ফারজানা অপরাজিত ছিলেন ২ রান করে। থাইল্যান্ড নারী দলের হয়ে ২টি উইকেট নিয়েছেন নেটিয়া বোচাথাম। ১টি করে উইকেট পেয়েছেন সর্ণারিন টিপ্পোচ এবং সুলিপর্ণ লাওমি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৩০/৫ (২০ ওভার) (সানজিদা ৭১*, মুর্শিদা ৩৩; বোচাথাম ২/৩১)