চারদিনের ম্যাচ দিয়ে প্রস্তুত হয়েছে আফগানরা

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
'ম্যাচের পার্থক্য গড়ে দিবে ব্যাটিং' টেস্টের পূর্বে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এবং আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান একই সুরে তাল মিলিয়েছিলেন। দুইজনের কথাই সত্যি হলো। ভালো ব্যাটিং করে টেস্টের লাগাম এখন আফগানদের হাতে।
টেস্ট ব্যাটিংয়ের প্রস্তুতিটা চারদিনের ম্যাচ খেলেই আয়ত্ত করে নিয়েছে আফগানরা, জানিয়েছেন ইব্রাহীম জাদরান। সহকারী সদস্য দেশগুলো নিয়ে চারদিনের ম্যাচের টুর্নামেন্ট আয়োজন করে আসছে আইসিসি। টেস্ট মর্যাদা পাওয়ার আগে আইসিসির ইন্টারকন্টিনেন্টাল কাপে অংশ নিয়েছিলেন আজগর আফগান, মোহাম্মদ নবিরা।
ঘরোয়া চারদিনের ম্যাচ খেলে টেস্টের মানসিকতা তৈরি করেছেন অনেকেই। ডানহাতি ওপেনার ইব্রাহীম জাদরান তাঁদের মধ্যে অন্যতম। বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলা দুটি চারদিনের ম্যাচে ছিলেন ইব্রাহীম। যেখানে ৯৬ রান এবং অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশের মাটিতে ইব্রাহীমের পারফরম্যান্স নজর কেড়েছে আফগান নির্বাচকদের। তাঁকে একাদশে রেখেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে আফগানিস্তান। ২০৮ বল মোকাবেলা করে ৮৭ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। উইকেটে টিকে থাকার মানসিকতা প্রথম শ্রেণীর ম্যাচগুলো খেলেই তৈরি করেছেন ইব্রাহীম।
শনিবার টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ইব্রাহীম বলেন, 'এটা আমাদের অনেক সাহায্য করেছে। খেলোয়াড়রা ইন্টারকন্টিনেন্টাল কাপে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে। আমি ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলিনি। আমি ঘরোয়া চারদিনের ম্যাচ খেলেছি। সেখানেই উইকেটে ধৈর্য ধরে টিকে থাকার প্রস্তুতি নিয়েছি।'
বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রস্তুতি নিয়েই এসেছেন তারা, জানিয়েছেন ইব্রাহীম। দুবাইয়ের আবু ধাবিতে দুই সপ্তাহের ক্যাম্প করেছে আফগানিস্তান। যেখানে বাংলাদেশের চেয়ে উষ্ণ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেয়ার কাজ করেছেন তারা।
চলমান টেস্টে এই প্রস্তুতিগুলো কাজে লেগেছে তাঁদের, 'আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং এই ম্যাচের আগে আমরা আবু ধাবিতে দুই সপ্তাহের ক্যাম্প করেছি। চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছি, যা আমাদের সাহায্য করেছে ভালো খেলতে।' বলেছেন ১৭ বছর বয়সী এই তরুণ।
প্রথম ইনিংসে বাংলাদেশকে ২০৫ রানে গুটিয়ে দিয়ে ১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে ৩৭৪ রানের লিড পেয়েছে রশিদ খানের দল।