ফুল দিয়ে ফেঁসে যাওয়া সাকিবভক্ত এখন কারাগারে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে ||
প্রিয় ক্রিকেটারকে ভালোবাসা জানাতে গিয়ে কী বিপদেই না পড়লেন ফয়সাল আহমেদ নামের সেই ক্রিকেটভক্ত! চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন মাঠে ঢুকে সাকিব আল হাসানকে ফুল উপহার দেয়া ফয়সালকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রো পলিটন আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সহকারী উপ পুলিশ কমিশনার এ এ এম হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘মাঠে ডুকে পড়া ফয়সাল নামের সেই ছেলেকে আজ সিএমএম কোর্টে তোলা হয়েছিল, তার জামিন হয়নি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

শুক্রবার সকালে মাঠে ঢুকে পড়া এই ভক্ত জেল হাজতে থাকলেও বিষয়টি নিয়ে তদ্ন্ত চালানো হবে। তদন্তের ফলের ওপর সবকিছু নির্ভর করছে। এ বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ‘সে জেল হাজতেই থাকবে, তদন্ত চলবে। তদন্তের পর যদি দোষী প্রমাণিত হয়, সে অনুযায়ী চার্জশিট দেয়া হবে।’
মাঠে ঢুকে পড়ার এই ঘটনায় বাদী হয়ে পুলিশই ফয়সালের বিরুদ্ধে মামলা করেছে। দোষী সাব্যস্ত হলে ফয়সালের কেমন শাস্তি হতে পারে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি চট্টগ্রামের সহকারী উপ পুলিশ কমিশনার। বলেছেন, ‘মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অবৈধভাবে একটা জায়গায় প্রবশে করা। আর শাস্তির ব্যাপারটা আদালত নিশ্চিত করবেন।’
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের ১০৭তম ওভারের খেলা চলছিল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তখন বোলিংয়ে। এমন সময় পূর্ব গ্যালারি থেকে লাফিয়ে মাঠে ঢুকে পড়েন ফয়সাল। এক দৌড়ে চলে যান সাকিবের কাছে। স্যালুট দিয়ে হাঁটু গেড়ে বসে সাকিবকে গোলাপ নিবেদন করে বসেন তিনি।
স্বভাবতই প্রিয় ক্রিকেটারের সঙ্গে বেশি সময় থাকা হয়নি তার। একটু পরই দৌড়ে মাঠে চলে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তাকর্মীরা। মাঠ থেকে বাইরে নেয়ার সময়ই তাকে চড়-থাপ্পর বসিয়ে দেন নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশি হেফাজতে ফয়সালকে পাহাড়তলি থানায় নিয়ে যাওয়া হয়।