আমাদের সময় খারাপ যাচ্ছেঃ মিরাজ

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খারাপ সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসেই ১৩৭ রানে পিছিয়ে পড়ে সাকিব আল হাসানের দল। এখন তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৭৪ রানের। সময় সঙ্গ দিচ্ছে না বলেই এতো বাজে অবস্থা স্বাগতিকদের, মনে করছেন মেহেদী হাসান মিরাজ।
বিশ্বকাপ থেকেই সময়ের সঙ্গ পাচ্ছে না বাংলাদেশ। ইংল্যান্ডে উড়ন্ত সূচনায় টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ, বিশ্বকাপ শেষ করেছে অষ্টম অবস্থানে থেকে। এরপর শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

২০১৬ সালে ইংল্যান্ড এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়া মতো শক্তিশালী দলকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। অথচ আফগানদের বিপক্ষে একেবারেই ছন্নছাড়া দলটি। প্রথম ইনিংসে যেখানে আফগানদের সংগ্রহ ৩৪২ সেখানে বাংলাদেশ অলআউট হয়েছে ২০৫ রানে। এখানেই পিছিয়ে গেছে স্বাগতিকরা।
তৃতীয় দিন শেষ সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, 'খারাপ সময়, ভালো সময় যায়। আমি এর আগে বললাম। আমরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে জিতেছি। এই কয়েকটা দিন আমাদের খারাপ সময় গেছে, তাই আমরা পিছিয়ে গেছি। এমন না যে আমরা টেস্ট ক্রিকেটে জিতেইনি।'
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে সফরকারী দল। ৮ উইকেট ২৩৭ রান দিয়ে দিন শেষ করেছে রশিদ খানের দল।