শীর্ষ পাঁচে স্যান্টনার, বড় লাফ মালিঙ্গার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার এবং বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।
শুক্রবার সিরিজের শেষ ম্যাচে চার বলে চার উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম লেখালেন মালিঙ্গা। একমাত্র বোলার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে চার বলে চার উইকেট নেয়ার কৃতিত্বটি নিজের করে নিয়েছেন লঙ্কান এই পেসার।

এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে দুটি হ্যাটট্রিক করা একমাত্র বোলারও মালিঙ্গা। কিউদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। পুরো সিরিজে সাতটি উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ২০ ধাপ উপরে উঠে এসেছেন লঙ্কান এই পেসার।
৪১তম অবস্থানে থাকা মালিঙ্গা এখন ২১তম স্থানে রয়েছেন। এদিকে তিন ম্যাচের সিরিজে চার উইকেট নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন স্যান্টনার। ১১তম অবস্থান থেকে পাঁচ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি।
নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি একধাপ উপরে উঠেছেন। ১৫ থেকে ১৪ নম্বরে অবস্থান করেছেন তিনি। কিউই অলরাউন্ডার কলিন ডি গ্যান্ডহোম ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৮০ থেকে ৪৩ নম্বরে উঠে এসেছেন।
শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে কুশল মেন্ডিস ৭ ধাপ এগিয়েছেন, বর্তমানে আছেন ৩৩তম অবস্থানে। নিরোশান ডিকভেলা বড় লাফ দিয়ে ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। বোলারদের মধ্যে ইসুরু উদানা তিন ধাপ এগিয়ে ৪৭তম এবং লক্ষ্মণ সান্দাকান ৩০ ধাপ এগিয়ে ৭০তম অবস্থানে রয়েছেন।
আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাকিস্তানের বাবর আজম, বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডারদের তালিকায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল শীর্ষে রয়েছেন।