নির্ধারিত সময়ের আগে শুরু হবে চতুর্থ দিনের খেলা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে শুরু হবে। চট্টগ্রাম টেস্টের আগের তিনদিন সকাল দশটায় খেলা শুরু হয়েছে। তবে রবিবার চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ৪০ মিনিটে।
আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনে ২ বল আগেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। বাজে আবহাওয়ার কারণে আলোক স্বল্পতা দেখা গিয়েছিল। ফলে দিনের শেষ ভাগে ফ্লাডলাইটের আলোয় ম্যাচ চালিয়ে যাওয়া হয়।

তবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ফ্ল্যাডলাইটও বন্ধ হয়ে গেলে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। চতুর্থ দিনে সর্বোচ্চ ৯৫ ওভার খেলার হওয়ার কথা রয়েছে। তৃতীয় দিন শেষে চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ অনেকটাই আফগানিস্তানের হাতে।
প্রথম ইনিংসে আফগানিস্তান ১৩৭ রানের লিড পায়। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আফগানরা। তাঁরা এখন পর্যন্ত এগিয়ে আছে ৩৭৪ রানে।
আফগানিস্তানের লিড দেখে বলাই যায় এই ম্যাচ জিততে হলে অসম্ভব লক্ষ্য পাড়ি দিতে হবে বাংলাদেশকে। চতুর্থ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে।