promotional_ad

কামিন্সকে মেশিন বললেন হ্যাজেলউড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


লাইন লেন্থে নিখুঁত অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ভালো জায়গায় টানা বোলিং করে যেতে পারেন ডানহাতি এই পেসার। যে কারণে সতীর্থ জস হ্যাজেলউড তাঁকে মেশিন উপাধি দিয়েছেন।


ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন অসাধারণ বোলিং করেছেন হ্যাজেলউড। ইংল্যান্ডের পাঁচটি উইকেট তুলে নিয়েছে অজিরা, যেখানে চারটিই নিয়েছেন ডানহাতি এই পেসার। তবে এই কৃতিত্বের ভাগ কামিন্সকেও দিচ্ছেন তিনি।



promotional_ad

তাঁর মতে, সঠিক জায়গায় ক্রমাগত বোলিং করে যাওয়া কামিন্স চাপে থাকতে বাধ্য করেছে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। সেই সুযোগ নিয়ে উইকেটগুলো তুলে নিতে পেরেছেন হ্যাজেলউড। 


তৃতীয় দিন শেষে কামিন্সের বন্দনায় হ্যাজেলউড বলেছেন, 'সত্যি কথা বলতে, প্যাটি (প্যাট কামিন্স) খুব কমই খারাপ স্পেল করে। সে শেষ সেশনে অসাধারণ ছিল। তাকে দলে পাওয়া আনন্দের। সে সত্যিই মেশিন। অসাধারণ একজন অ্যাথলেট। ভালো অলরাউন্ডারও। আশাকরি সে এর ধারাবাহিকতা বজায় রাখবে।'


শেষ সেশনে অসাধারণ বোলিং করেছেন কামিন্স। ১০ ওভার বোলিং করে ২১ রান দিয়েছেন তিনি। এ দিন সর্বমোট ১৭ ওভার বোলিং করে ৩৭ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।



হ্যাজেলউড ২০ ওভার বোলিং করে ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন। স্বাগতিকদের চেয়ে ২৯৭ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball