মাত্র চার ওভারেই অলআউট বাংলাদেশ
ছবি: রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান (প্রথম ইনিংস)- ৩৪২/১০ (১১৭ ওভার) (রহমত-১০২, আসগড়-৯২; তাইজুল-৪/১১৬, নাঈম-২/৪৩
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২০৫/১০ (৭০.৫ ওভার) (মোসাদ্দেক-৪৮*, মমিনুল-৫২; রশিদ-৫/৫৫, নবি-৩/৫৬)

অলআউট বাংলাদেশঃ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র চার ওভার টিকতে পারলো বাংলাদেশ। শেষ উইকেট হিসেবে নাঈম হাসানকে সাজঘরে ফিরিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
৭১তম ওভারে বোলিংয়ে এসে পঞ্চম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে নাঈমকে আউট করেন তিনি। রিভিউয়ের আবেদন করেছিলেন নাঈম, কিন্তু পরবর্তীতে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। এই উইকেটটি তুলে নিয়ে নিজের তৃতীয় টেস্টে দুই বার পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন রশিদ খান।
শুরুতেই উইকেট হারাল বাংলাদেশঃ ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ দিনের শুরুতেই হারিয়েছে নয় নম্বর উইকেটটি। প্রথম ওভারের তিন নম্বর বলে তাইজুল ইসলামকে বোল্ড করে সাজঘরে পাঠান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। ফলে ১৪ রানে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
বাংলাদেশ একাদশঃ
সৌম্য সরকার, সাদমান ইসলাম অনিক, ???ুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক)। মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশঃ
ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই (উইকেট রক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, জহির খান।