আবারও ৪ বলে ৪ উইকেট মালিঙ্গার

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ওয়ানডে ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে ৪ বলে চার উইকেট নেয়ার রেকর্ডটি মালিঙ্গার দখলে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়ন্টি সিরিজের শেষ ম্যাচে আবারও ৪ বলে চার উইকেট নিয়েছেন এই লঙ্কান পেসার।


ফলে দুটি ভিন্ন ফরম্যাটে দুইবার ৪ বলে চার উইকেট নেয়া একমাত্র বোলার হিসেবে নাম লিখিয়েছেন মালিঙ্গা। সেই সঙ্গে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে দুই হ্যাটট্রিকের অনন্য নজির গড়লেন লাসিথ মালিঙ্গা।


নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারের শেষ চার বলে ৪ উইকেট নেন মালিঙ্গা। লঙ্কান এই পেসার ইয়র্কার পড়তেই পারেননি কিউই ব্যাটসম্যানরা। কলিন মুনরোকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করে শুরু।


promotional_ad

ওভারের চতুর্থ বলে কিউই ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ডকে লেগবিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেছেন মালিঙ্গা। যদিও প্রথমে তাঁর জোরালো আবেদনে সারা দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি অধিনায়ক।


ওভারের পঞ্চম বলে কলিন ডি গ্রান্ডহোমকে বোল্ড করে হ্যাটট্রিক তুলে নেন মালিঙ্গা। নিখুঁত এক ইয়র্কারে অফ স্টাম্প গুড়িয়ে দিয়েছেন তিনি। ওভারের শেষ বলে রস টেইলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে চার বলে ৪ উইকেটের অনন্য কীর্তি গড়েন এই পেসার।


এরপরের ওভারে টিম সেইফার্টকে ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পূরণ করেন মালিঙ্গা। ৪ ওভারে মাত্র ৬ রান খরচা করে এদিন ৫ উইকেট তুলে নেন মালিঙ্গা। এর আগে ২০১৭ সালের এপ্রিলে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হ্যাটট্রিক অর্জন করেছিলেন মালিঙ্গা।


টানা তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে। এবার এই পেসার নিলেন চার বলে ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মালিঙ্গা এখন পাঁচটি ৫ উইকেটের মালিক। ২০০৭ বিশ্বকাপে সর্বপ্রথম ৪ বলে চার উইকেট নিয়েছিলেন মালিঙ্গা।


সেবার দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যানকে টানা চার বলে ফিরিয়েছিলেন মালিঙ্গা। যদিও এই কীর্তি পেয়েছিলেন তিনি দুই ওভারে। একে একে ফিরিয়েছিলেন শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস ও মাখায়া এনটিনিকে। ওয়ানডেতে মালিঙ্গা তিনটি হ্যাটট্রিকের মালিক।


আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দখলে রয়েছে পাঁচটি হ্যাটট্রিক। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তারচেয়ে বেশি হ্যাটট্রিক নেই আর কোনো বোলারের। কিউইদের বিপক্ষে এই ম্যাচে হ্যাটট্রিক করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন মালিঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball