promotional_ad

টেস্টকে বিদায় বলে দিলেন নবি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম টেস্টের শুরু থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষেই টেস্টকে বিদায় জানাচ্ছেন মোহাম্মদ নবি। যদিও কোনো দায়িত্বশীল কর্মকর্তা এই বিষয়ে কিছু বলছিলেন না। অবশেষে সেই গুঞ্জই সত্যি হলো।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) আফগানিস্তান দলের ম্যানেজার নাজিম জার আবু রহিমজাই নিশ্চিত করেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই হতে চলেছে নবির সর্বশেষ টেস্ট ম্যাচ। টেস্টে তরুণদের সুযোগ দিতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আফগান এই অলরাউন্ডার।



promotional_ad

এ প্রসঙ্গে রহিমজাইয়ের ভাষ্য, 'খুব দ্রুতই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন নবি। এটা তার তৃতীয় টেস্ট। সে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে এবং  এটাই তার শেষ টেস্ট। আমি আশা করছি সে ভালো করবে। সে আমাকে বলেছে নতুনরা টেস্টে যোগ দিচ্ছে, তাই সে ওয়ানডে এবং টি-টোয়েন্টি চালিয়ে যেতে চায় আফগানিস্তানের হয়ে।'


টেস্টকে বিদায় জানালেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে বেশি মনোযোগ দেয়ার লক্ষ্যে মাত্র তিন টেস্ট খেলেই সাদা পোষাক তুলে রাখছেন নবি।


টেস্টে ব্যাট হাতে একেবারেই পারফরম্যান্স দেখাতে পারছেন না নবি। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তিনি। আগের দুই টেস্টের চার ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৫ রান।



চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত ২ উইকেট নিয়েছেন নবি। আগের দুই টেস্ট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে মাত্র ৬ উইকেট। অথচ ১২১ ম্যাচের ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরিতে ২ হাজার ৬৯৯ রান করেছেন তিনি। সেই সঙ্গে স্পিন বোলিংয়ে নিয়েছেন ১২৮টি উইকেট।


৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ১৬১ রান রয়েছে ৩৪ বছর বয়সী নবি। বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। দলের অন্যতম সেরা এই অলরাউন্ডারের অবসর টেস্টে ভোগাবে আফগানিস্তানকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball