আমি ভাবলাম বিয়ের প্রস্তাব কিনাঃ সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সাকিব আল হাসানকে ফুল দিতে মাঠে প্রবেশ করেছিলেন এক ভক্ত। গ্যালারির সীমানা ডিঙিয়ে সফলও হয়েছেন তিনি। মাঠে প্রবেশ করে সাকিবের সামন হাঁটু গেঁড়ে ফুল নিবেদন করেন সেই ভক্ত।


সাকিব অবশ্য ভক্তের এমন নিবেদনে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের টেস্ট অধিনায়ক ঠাট্টার ছলেই জানিয়েছেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, সেই ভক্ত তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা। তবে মাঠে এমন ঘটনা আর চান না বিশ্বসেরা এই অলরাউন্ডার।


promotional_ad

এ প্রসঙ্গে সাকিবের ভাষ্য, 'ফুল দেয়ার সময় শুধু নিতে বলেছে। আমি ভাবলাম যে বিয়ের প্রস্তাব কিনা। তবে আমি চাই না যে এমন কিছু হোক। আমাদের খেলার মাঠে এমন জিনিস যত কম, মানে কম না, আসলে না হওয়াটাই বেস্ট।'


আফগানিস্তানের ইনিংসের ১০৭তম ওভারের ঘটনা এটি। তখন দিনের ১১তম ওভার চলছিল। মিডিয়া প্রান্ত থেকে দিনে প্রথমবারের মতো বোলিং করতে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিন বল করার পরই থেমে যেতে হয়েছিল তাঁকে।


গ্যালারির নিরাপত্তা বেষ্ঠনী টপকে মাঠে প্রবেশ করা সেই ভক্তের নাম ফয়সাল। পেশায় ফুল বিক্রেতা। প্রিয় তারকাকে সামনে থেকে ফুল নিবেদনের লোভ সামলাতে না পেরেই গ্যালারির নিরাপত্তা বেষ্ঠনী ডিঙিয়েছেন তিনি।


এনায়েত বাজার এলাকায় বাস করা ফয়সালকে ইতোমধ্যে পাহাড়তলি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি প্রাথমিক ডায়েরি করা হয়েছে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball